এলিয়ে কি সত্যি আছে? তারা কি কখনো পৃথিবীতে পা রেখেছে? বহুকাল ধরেই এই প্রশ্নের জবাব খুঁজে বেড়াচ্ছেন বিজ্ঞানীরা। আসন্ন ফিফা বিশ্বকাপের আগে অদ্ভুত এক ভবিষ্যৎবাণী করলেন এক বিজ্ঞানী। মার্ক ক্রিস্টোফার লি জানিয়েছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপ দেখতে মাঠে আসবে এলিয়েনরাও!
এলিয়েন নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছেন ক্রিস্টোফার লি। এলিয়েনদের পৃথিবীতে আগমন, বিচরণ ও মানুষের সঙ্গে তাদের মেলামেশা নিয়েই তার বিস্তর গবেষণা।
এক সাক্ষাৎকারে লি বলছেন, ২০২৬ বিশ্বকাপের ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় নেমে আসবে এলিয়েনের দল, ‘আমার গবেষণা বলছে, আগামী বছরের বিশ্বকাপ দেখতে এলিয়েনরা মাঠে আসবে। সবদিকে হিসেব নিকেশ করেই আমি এই কথাটা বলছি। হয়তো এবারের বিশ্বকাপেই মানুষ ও এলিয়েনদের প্রথম সাক্ষাৎ হবে!’
অতীতে এলিয়েনদের আগমন নিয়ে যুক্তরাষ্ট্র সরকার নানা লুকোচুরি করলেও এবার সেটা সম্ভব হবে না বলেই বিশ্বাস লির, ‘আমরা আগেও ইউএফও দেখেছি। এলিয়েনরাও পৃথিবীতে এসেছে। তবে এসব আমাদের থেকে গোপন রাখা হয়েছে। এবারের বিশ্বকাপে আশা করি তেমনটা হবে না।’
আগামী ১১ জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ। ১৯ জুলাই মায়ামির ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ফুটবলের সবচেয়ে বড় এই আসরের।