পিরোজপুর: জেলার সদর উপজেলার পশ্চিম ডুমরিতলা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়াসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনো নাশকতা কি-না, তা প্রশাসনকে গুরুত্বসহকারে তদন্ত করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, বিএনপি নেতা সরদার কামরুজ্জামান চান, জেলা ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক শাহিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শনিবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে পিরোজপুর সদর উপজেলার পশ্চিম ডুমরিতলা গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।