Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারিবারিক কলহে বাবাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৯

বাবাকে হত্যাকারী মাসুদুল হাসান। ছবি: সারাবাংলা

রংপুর: রংপুরে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্কের জেরে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যক্তির নাম নুরল হক (৫০)। অভিযুক্ত ছেলে মাসুদুল হাসান (২৪)-কে পুলিশ আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুদুল হাসান দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বাবার ওপর অতর্কিত হামলা চালান। এতে নুরল হক ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

বিজ্ঞাপন

থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আত্মসমর্পণকারী মাসুদুল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার পূর্ণ বিবরণ জানা যাবে।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

সাত হাজার বছরের গল্পে মোড়া আলউলা
২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৩

পুঁজিবাজারে দরপতন অব্যাহত
২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:২৫

আরো

সম্পর্কিত খবর