ঢাকা: দীর্ঘ দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অফিসে বসেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে গাড়ি বহর নিয়ে তিনি পৌঁছান কেন্দ্রীয় কার্যালয়ে।

কার্যালয়ের দ্বিতীয় তলায় তারেক রহমানের জন্য একটি চেম্বার প্রস্তুত করা ছিল আগে থেকেই। এছাড়া অফিসটিকে নতুন করে সাজানো হয়েছে। সেখানেই বসে দলের নেতাদের সঙ্গে আলাপ করেছেন তিনি। পথে পথে নেতাকর্মীদের সাধারণ মানুষদের অভিবাদন গ্রহণ করেন তারেক রহমান। হাত নেড়ে জানান শুভেচ্ছা। জনস্রোত পেরিয়ে বিকেল ৪টার দিকে পৌঁছান নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ।
কার্যালয়ে পৌঁছানোর সময় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, দলের যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
পরে সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে গুলশানে নিজ বাসভবনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান।