Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ২১:৪৩ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১০:০৩

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর – ছবি : সংগৃহীত

ঢাকা: নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।

তিনি জানান, নেত্রকোনার ৫টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। বাছাইকালে ৫ জনের স্থগিত, ৫ জনের বাতিল ও ২০ জনের মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়।

উল্লেখ্য, নেত্রকোণার এই ৫টি আসনে ৩০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার মধ্যে ২০ জনের মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর