Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

ফ্রান্স থেকে নজমুল হক
৮ জানুয়ারি ২০২৬ ১৮:৩২ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৬ ১৯:৩১

কাওসার আলম।

ফ্রান্স: ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় কাওসার আলম নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তবে এখনো পর্যন্ত নিহতের পরিবারের কোনো সদস্য বা স্বজনদের খোঁজ পাওয়া যায়নি। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে পুলিশি তত্ত্বাবধানে রাখা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে ফ্রান্স-স্পেন সীমান্তবর্তী পিরেনিস পার্বত্য অঞ্চলের একটি মহাসড়কে ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ফ্লিক্স বাস গভীর খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় কাওসার আলমসহ মোট তিনজন নিহত হন। আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

ফ্রান্স প্রবাসী আশুক আহমদ খাঁ জানান, দুর্ঘটনার পর নিহত কাওসারের ব্যবহৃত মোবাইল ফোনটি আনলক অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তার ছবি সংগ্রহ করা সম্ভব হয়েছে। তবে এখনো তার স্থায়ী ঠিকানা, বয়স ও পারিবারিক পরিচয় নিশ্চিত করা যায়নি।

নিহতের পরিচয় শনাক্ত ও তার পরিবারের সন্ধান পেতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ যদি কাওসার আলমকে চিনে থাকেন বা তার স্থায়ী ঠিকানা সম্পর্কে অবগত থাকেন, তাহলে দ্রুত স্থানীয় পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কোনো আনুষ্ঠানিক তথ্য পেয়েছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত পরিচয় শনাক্ত হওয়ার পর দূতাবাসের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর