পটুয়াখালী: পটুয়াখালীতে এক দিনমজুর যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া এলাকা থেকে বশির শরীফ (২৮) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজলসহ পুলিশের উর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে এ হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে উদঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বশির শরীফ ওই এলাকার মৃত আবদুর রহমান শরীফ ও খাদিজা বেগমের ছেলে। ছয় ভাই ও দুই বোনের মধ্যে বশির শরীফ সবার ছোট।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বশির শরীফ বৃহস্পতিবার সন্ধ্যায় থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। ভোর রাতে বাড়ির পাশেই খালের পাড়ে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, ‘বশিরের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে মাথায় আঘাত করে ও কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’