Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর ফাঁকির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১৪:১২ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৬:২০

রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

ঢাকা: ১৮ বছর আগে দায়ের করা আয়কর ফাঁকির মামলায় খালাস পেয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রোববার (১১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন দুলু।

বিষয়টি নিশ্চিত করে দুলুর আইনজীবী অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন বলেন, ‘এটি একটি হয়রানিমূলক মামলা ছিল। মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে চারজন সাক্ষ্য দিলেও উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুলুকে খালাস দেন।’

মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালের ৩ আগস্ট এনবিআরের সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে দুলুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ১৯৮৩ সাল থেকে বিভিন্ন সময়ে মোট ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে প্রায় ১০ লাখ টাকা আয়কর ফাঁকি দিয়েছেন তিনি। পাশাপাশি প্রকৃত আয় ও ব্যয়ের তথ্য গোপন করে আয়কর বিভাগকে ভুল তথ্য দেওয়ার অভিযোগও আনা হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

সুন্দরবন থেকে ২ জেলেকে অপহরণ
১১ জানুয়ারি ২০২৬ ২১:৪৭

আরো

সম্পর্কিত খবর