ঢাকা: ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা সম্ভব হলে দেশে বছরে দেড় থেকে দুই লাখ কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত রাজস্ব আয় হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর।
একই সঙ্গে এতে দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং সেবা এম-ক্যাশ-এর নতুন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গভর্নর।
তিনি বলেন, ক্যাশলেস লেনদেন বাড়লে রাজস্ব আহরণে স্বচ্ছতা আসবে এবং সরকার অতিরিক্ত হাজার হাজার কোটি টাকা আয় করতে পারবে।
ইসলামী ব্যাংকিং প্রসঙ্গে গভর্নর বলেন, দেশের মানুষের জন্য ইসলামী ব্যাংকগুলোতে অবশ্যই শরিয়াহ আইন অনুসরণ করতে হবে। এটি কেবল ধর্মীয় অনুভূতির বিষয় নয়; বরং ব্যক্তি ও বড় গ্রাহক—সবাইকে শরিয়াহভিত্তিক সেবা দেওয়ার একটি কাঠামোগত দায়িত্ব। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময়।
তিনি বলেন, গ্রাহকসেবার দিক থেকে ইসলামী ব্যাংকগুলো দেশের সবচেয়ে বড় ব্যাংকিং নেটওয়ার্ক হিসেবে গড়ে উঠেছে, যাদের গ্রাহক সংখ্যা ৩ কোটিরও বেশি। এই বিশাল গ্রাহকভিত্তিকে কাজে লাগিয়ে ক্যাশলেস সোসাইটি গড়তে মাইক্রো ও এসএমই খাতে ঋণ বিতরণ বাড়ানোর পাশাপাশি এম-ক্যাশের মতো ডিজিটাল সেবাকে আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ইসলামি ব্যাংকের চেয়ারম্যান জানান, এম-ক্যাশকে জনপ্রিয় করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ডিজিটাল লেনদেন বাড়াতে ব্যাংক সব ধরনের প্রযুক্তিগত ও গ্রাহকসেবামূলক প্রস্তুতি গ্রহণ করছে।
অনুষ্ঠান শেষে গভর্নর পুনরায় জোর দিয়ে বলেন, পুরোপুরি ক্যাশলেস ব্যবস্থা চালু হলে সমাজে দুর্নীতি কমে আসবে এবং সরকার বছরে দেড় থেকে দুই লাখ কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত রাজস্ব আহরণ করতে সক্ষম হবে।