Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী কারাগার থেকে পোস্টাল ব্যালটে ৪৪ জনের আবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৬:৪৭

নোয়াখালী: নোয়াখালী জেলা কারাগারে বর্তমানে ৯৪১ জন বন্দি রয়েছেন। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন মাত্র ৪৪ জন, যা মোট বন্দির ৪ দশমিক ৭ শতাংশ।

বুধবার (১৪ জানুয়ারি) নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আবদুল বারেক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি ভোটের আগে অনেক বন্দিই জামিন পাওয়ার আশায় পোস্টাল ব্যালটে আবেদন করতে আগ্রহ দেখাননি। কারণ পোস্টাল ব্যালটে আবেদন করলে পরবর্তীতে জামিন পেলে কেন্দ্র গিয়ে ভোট দেওয়ার সুযোগ থাকে না। আমরা বোঝানোর পর ৪৪ জন বন্দিকে আবেদন করতে রাজি করাতে পেরেছি।’

তিনি আরও জানান, দেশের বিভিন্ন কারাগারসহ নোয়াখালীর ছয়টি সংসদীয় আসন থেকে মোট ৭২ জন কারাবন্দি পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন।

বিজ্ঞাপন

আসনভিত্তিক কারাবন্দিদের আবেদন সংখ্যা হলো—
নোয়াখালী-১ আসনে ১২ জন, নোয়াখালী-২ আসনে ৬ জন, নোয়াখালী-৩ আসনে ৭ জন, নোয়াখালী-৪ আসনে ৩১ জন, নোয়াখালী-৫ আসনে ১২ জন এবং নোয়াখালী-৬ আসনে ৪ জন।

জানা গেছে, নোয়াখালী জেলায় সরকারি চাকরিজীবীসহ মোট ১৩ হাজার ৮৫১ জন পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ২৪৬ জন এবং নারী ৩ হাজার ৬০৫ জন। আবেদনকারীদের মধ্যে সরকারি চাকরিজীবী ৯ হাজার ৯৪৪ জন, নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ৩ হাজার ৭০৪ জন, আনসার ও ভিডিপি সদস্য ১৩১ জন এবং কারাবন্দি ৭২ জন।

সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের জন্য মোট ৬১ হাজার ২৫১ জন প্রবাসী পোস্টাল ব্যালটের আবেদন করেছেন। এর মধ্যে নোয়াখালী-১ আসনে ১৩ হাজার ৬৬৭ জন, নোয়াখালী-২ আসনে ৯ হাজার ২২৭ জন, নোয়াখালী-৩ আসনে ১২ হাজার ৮৫৯ জন, নোয়াখালী-৪ আসনে ১০ হাজার ৩৬০ জন, নোয়াখালী-৫ আসনে ১১ হাজার ৭০৩ জন এবং নোয়াখালী-৬ আসনে ৩ হাজার ৪৩৫ জন আবেদন করেছেন।

এ বিষয়ে নোয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ‘ভোটারদের কাছে সরবরাহ করা খামের মাধ্যমে পোস্টাল ব্যালট ডাকযোগে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছবে। পরে সেগুলো সংশ্লিষ্ট ছয়টি সংসদীয় আসনের আলাদা ব্যালট বক্সে সংরক্ষণ করা হবে। ভোটের দিন ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পর প্রার্থীদের মনোনীত এজেন্টদের উপস্থিতিতে ব্যালটগুলো খোলা হবে।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর