Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ০৮:৩০

ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ফেন্সিডিলের বিকল্প মাদক।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৩-এর নিকটবর্তী শূন্য রেখা থেকে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৮৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৩০ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা মালামাল ফেলে রেখে দ্রুত সীমান্ত এলাকা থেকে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমান্ত দিয়ে সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।’

উল্লেখ্য, গত দুই মাসে ৫৯ বিজিবি সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযানের মাধ্যমে প্রায় ২ হাজার বোতল ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপ এবং ২১ হাজার পিস বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর