Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ১৫:৩৮

নরসিংদী: নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার কারারদী এলাকায় স্টার সিএনজি পাম্পে প্রাইভেটকারটিতে গ্যাস নেওয়ার সময় গাড়িটির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না থাকলেও গাড়িটি ধ্বংসস্তুপে পরিণত হয়। তবে সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চালক পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে একটি প্রাইভেটকার স্টার সিএনজি পাম্পে গ্যাস নিতে আসে। গ্যাস নেওয়ার এক সময় হঠাৎ বিকট শব্দে প্রাইভেটকারের সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। এতে পুরোপুরি ধ্বংস স্তুপে পরিণত হয়ে যায় প্রাইভেটকারটি। পাম্পটির কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পরে। পরে হাইওয়ে পুলিশ এসে গাড়িটি থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

ইটাখোলা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, স্টার সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় একটি প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িটি ধ্বংস স্তুপে পরিণত হয়ে যায়। গাড়িটি আমাদের থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার লিকেজ হয়ে এই বিস্ফোরণ ঘটেছে। চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর