Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে ৭ প্রার্থীর বিরুদ্ধে বিএনএফ প্রার্থীর আপিল খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ২০:১৯

-ছবি : সারাবাংলা

‎ঢাকা: লালমনিরহাট-২ আসনে প্রতিদ্বন্দ্বী অন্য ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের দাবিতে বিএনএফ প্রার্থী বাদশা মিয়ার করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানি শেষে ইসি ওই ৭ প্রার্থীর প্রার্থিতাকে বৈধ বলে পুনরায় ঘোষণা করে ইসি।

‎ঘটনা
‎লালমনিরহাট-২ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন, যাদের সবাইকে স্থানীয় রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেন। তবে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর প্রার্থী বাদশা মিয়া অন্য সব প্রার্থীর (সিপিবি-সহ ৭ জন) মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে এককভাবে আপিল আবেদন করেন।

‎ইসির শুনানি ও আইনজীবীর বক্তব্য
‎শনিবার ইসির আপিল বিভাগে শুনানি শেষে ৭ প্রার্থীরই প্রার্থিতা বহাল রাখা হয়। প্রার্থীদের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা গণমাধ্যমকে বলেন, “বাদশা মিয়া সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া অভিযোগ এনে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করেছিলেন। দেশের নির্বাচনী ইতিহাসে এমন ঘটনা বিরল যে, একজন প্রার্থী অন্য সব প্রার্থীর বিরুদ্ধে একযোগে আপিল করেছেন।”

‎এই ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, আমরা আপিল কর্তৃপক্ষের কাছে বাদশা মিয়াকে ১ কোটি টাকা জরিমানা করার দাবি জানিয়েছি। একইসঙ্গে এই ধরনের নজিরবিহীন হয়রানির কারণে আমরা তার বিরুদ্ধে আদালতে ১ কোটি টাকার মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

‎যাদের বিরুদ্ধে আপিল করা হয়েছিল
‎বাদশা মিয়ার চ্যালেঞ্জ করা যে সাত প্রার্থীকে ইসি বৈধ ঘোষণা করেছে তারা হলেন- নিমাই চন্দ্র রায়, মো. এলাহান উদ্দিন, ফিরোজ হায়দার, রোকনুদ্দীন, শামীম কামাল, মাহফুজর রহমান এবং মমতাজ আলী।

‎আইনজীবীদের মতে, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া এভাবে গণহারে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আপিল করা নির্বাচনী শিষ্টাচার বহির্ভূত এবং একটি বিশেষ উদ্দেশ্যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর