Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসির আপিল শুনানি শেষ হচ্ছে আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ০৯:২১

নির্বাচন ভবন। ছবি: সারাবাংলা

‎ঢাকা: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি আজ শেষ হচ্ছে। আজকের শুনানিতে বিশেষ গুরুত্ব পাবে বহুল আলোচিত ‘দ্বৈত নাগরিকত্ব’ সংক্রান্ত জটিলতা। শুনানি শেষ হওয়ার পরপরই কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি নেবে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শেষ দিনের শুনানি শুরু হবে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। আজ মূলত ৬১১ থেকে ৬৪৫ নম্বর পর্যন্ত মোট ৩৫টি আপিল এবং আগের দিনগুলোতে অপেক্ষমাণ থাকা আবেদনগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।

‎গত আট দিনের শুনানিতে ব্যাপক রদবদল এসেছে প্রার্থী তালিকায়। কমিশন সূত্রে জানা গেছে, ‎প্রার্থিতা ফিরে পেয়েছেন ৩৯৬ জন (যাদের মনোনয়ন আগে বাতিল হয়েছিল)। ‎প্রার্থিতা বাতিল হয়েছে চার জনের (যাদের মনোনয়ন রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছিলেন, কিন্তু আপিলে তা টিকেনি)।

বিজ্ঞাপন

‎বর্তমান বৈধ প্রার্থী: আপিল শুনানি ও বাছাইয়ের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২৩৬ জন। তবে পাবনা-১ ও পাবনা-২ আসনের আইনি জটিলতায় বাদ পড়া ১১ জন প্রার্থী এই হিসাবের বাইরে থাকবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনি প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো হলো-

  • প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি পর্যন্ত।
  • ‎‎প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি।
  • ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি (সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত)।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই শেষে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল এবং এক হাজার ৮৪২ জনকে বৈধ ঘোষণা করা হয়েছিল। বাতিলের বিরুদ্ধে মোট ৬৪৫ জন প্রার্থী ইসিতে আপিল করেছিলেন।

বিজ্ঞাপন

ইসির আপিল শুনানি শেষ হচ্ছে আজ
১৮ জানুয়ারি ২০২৬ ০৯:২১

আরো

সম্পর্কিত খবর