Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পরিবহন-নগর পরিকল্পনায় রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৬:২৭

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

ঢাকা: দেশে পরিবহন ব্যবস্থা ও নগর পরিকল্পনায় সুস্পষ্ট নীতিমালা থাকলেও বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার বড় ধরনের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

রোববার (১৮ জানুয়ারি) গুলশানের একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত ‘রাজনৈতিক চর্চায় পরিকল্পিত নগরায়ন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। আলোচনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।

মাহদী আমিন বলেন, পরিকল্পনার অভাবে রিকশা, সিএনজি ও মোটরসাইকেলের মতো পরিবহন মাধ্যমগুলোকে কার্যকর কাঠামোর আওতায় আনা যাচ্ছে না। একই সঙ্গে বিকেন্দ্রীকরণ না হওয়ায় রাজধানী ঢাকার ওপর চাপ দিন দিন বাড়ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে মাল্টিমোড পরিবহন ব্যবস্থার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে ইলেকট্রিক যানবাহন চালু ও পরিবেশবান্ধব পরিবহনের ব্যবহার বাড়াতে সুস্পষ্ট নীতিগত হস্তক্ষেপ জরুরি।

ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে রিকশা ও সিএনজির সংখ্যা বেশি হলেও এসব যানবাহনের নিবন্ধন, নির্দিষ্ট রুট ও চালকদের অধিকার নিশ্চিত করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি পরিবহন মাধ্যমের জন্য পৃথক ও বাস্তবসম্মত নীতিমালা না থাকায় নগর ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।

রাজধানীর ওপর চাপ কমাতে ঢাকার আশপাশের শিল্পাঞ্চলগুলোর সঙ্গে কার্যকর আন্তঃসংযোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন মাহদী আমিন। তিনি বলেন, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে বসবাস ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে প্রকৃত বিকেন্দ্রীকরণ সম্ভব হবে।

পার্ক ও খেলার মাঠ সংকট প্রসঙ্গে তিনি বলেন, কাগজে-কলমে নীতিমালা থাকলেও বাস্তবে তা বাস্তবায়ন হয়নি। জমি দখল ও খাল-নদী পুনরুদ্ধার করা গেলে অনেক সমস্যার সমাধান সম্ভব, তবে এর জন্য রাজনৈতিক অঙ্গীকার সবচেয়ে জরুরি।

মেগা প্রকল্পের সমালোচনা করে তিনি বলেন, অতীতে উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে এবং পরিবেশের ব্যাপক ক্ষতি করা হয়েছে। এই সংস্কৃতি পরিবর্তন না করলে দেশ এগোবে না।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে, যাতে চিকিৎসা বা শিক্ষার জন্য কাউকে ঢাকায় আসতে না হয়। একই সঙ্গে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের মাধ্যমে নাগরিকের সমান অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আজ ‘উইনি দ্য পুহ’ দিবস
১৮ জানুয়ারি ২০২৬ ১৫:৫১

আরো

সম্পর্কিত খবর