Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৪:৪৬ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৬:১৫

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের ভাড়ারিয়া গ্রামে নিজ ঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের জানানো তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- মা আমেনা বেগম (৩৫) এবং তার মেয়ে মরিয়ম (১০)।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত আমেনা বেগমের স্বামী পেশায় দিনমজুর। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী কার্যক্রম পরিচালনা করছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর