Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোস্টাল ভোটিং নিয়ে আগামীকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৮:৫৭ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৯:৫০

-ছবি : সংগৃহীত

ঢাকা: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নতুন সংযোজন ‘পোস্টাল ভোট বিডি’ (Postal Vote BD) অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে নিবন্ধিত সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

‎ব্রিফিংয়ের সময় ও স্থান ইসি জানায়, আগামীকাল ২০ জানুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

‎প্রযুক্তিগত বিষয় হওয়ায় এই অনুষ্ঠানে প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দল থেকে কারিগরি জ্ঞানসম্পন্ন (Technical) ২ জন করে প্রতিনিধি অংশ নিতে পারবেন। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থী নিজে অথবা তার মনোনীত একজন কারিগরি প্রতিনিধিকে উপস্থিত থাকতে অনুরোধ করেছে কমিশন।

‎কবে থেকে শুরু পোস্টাল ভোট

বিজ্ঞাপন

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি শেষ হয়েছে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং প্রচার-প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে।

‎চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রতীক বরাদ্দের পর থেকেই দেশ ও দেশের বাইরে থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই প্রক্রিয়ায় যাতে কোনো ধরণের কারিগরি জটিলতা বা বিভ্রান্তি না থাকে, সে লক্ষ্যেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

‎উল্লেখ্য, এবারই প্রথম প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে অবস্থানরত তিন ধরনের ভোটারদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। ইতোমধ্যে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার এই পদ্ধতিতে ভোট দিতে নিবন্ধন সম্পন্ন করেছেন।

‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর