Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ট্রাক্টর চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ২০:৪৩ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ২০:৪৬

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলননের সময় ট্রাক্টরের চাপায় নিহত হয়েছে শিশু তাজুল ইসলাম (৫)।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নছরনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম নছরনগর গ্রামের জামায়াত নেতা আমির আলীর নাতি ও বোরহান উদ্দিনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার বিকেলেও খোলা মাঠে খেলা করছিলেন শিশু তাজুল ইসলাম। বসত-ভিটা ভরাটের জন্য মাটি পরিবহন করছিলেন মন্তাজনগর গ্রামের মৃত মমশর আলী’র ছেলে আমিন (৪৫) এর মালিকানাধীন সোনালী ট্রাক্টর। এ সময় গাড়ির চালক শিশুটির উপর ট্রাক্টর তুলে দিলে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, মাটি পরিবহনকালে ট্রাক্টর চালক মোবাইল ব্যবহার করছিলেন। এ সময় চালক শিশুটির উপরে গাড়ি তুলে দেয়। ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাক্টর চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা তিনটি ট্রাক্টর ও একটি ফেলুটার আটক করে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর