Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতে ইসলামীর উদ্যোগে পলিসি সামিট শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১০:৫৮ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১১:১৪

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘পলিসি সামিট–২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকা ইন্টারকন্টিনেন্টালে এই সামিটের কার্যক্রম শুরু হয়। এ সময় স্বাগত বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, পলিসি সামিট একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সম্মেলন, যেখানে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হওয়া উচিত, সেই মানবিক ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা নিয়ে গভীর ও গঠনমূলক আলোচনা হবে।

বিজ্ঞাপন

এই সম্মেলনে দেশের প্রখ্যাত চিন্তাবিদ, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, পেশাজীবী ও মান্যবর কূটনীতিকরা অংশ নিয়েছেন। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচার প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে একটি মানবিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের নীতিগত দিকনির্দেশনা তুলে ধরা হবে।

উপস্থিত আছেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম সহ সিনিয়র নেতারা।

বিজ্ঞাপন

শহিদ আসাদ দিবস আজ
২০ জানুয়ারি ২০২৬ ১০:২৩

আরো

সম্পর্কিত খবর