Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে জেল পলাতক আসামিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১৪:৫৬

মরদেহ। প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় জেল পলাতক আসামি অপু আহমেদকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার মরজাল এলাকার কাজী মো. বশির উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি স-মিলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত অপু মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে।

জুলাই আন্দোলনে নরসিংদী কারাগারে হামলার সময় তিনি কারাবন্দি অবস্থায় পালিয়ে যান। হত্যাকাণ্ডের আগে তিনি নিয়মিত এলাকায় আসা যাওয়া করতেন বলেও জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে একটি স-মিলের পাশে রক্তাক্ত অবস্থা মরদেটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের লোকজন এসে মরদেহটির পরিচয় শনাক্ত করে।

বিজ্ঞাপন

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান জানান, খবর পেয়ে অপুর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই নরসিংদী কারাগার থেকে পালিয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর