Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিনদিনে লেনদেন ছাড়াল সাড়ে ৬০০ কোটি

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১৬:২৬ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৭:৩৯

ঢাকা: দেশের পুঁজিবাজারে গত দুইদিনের মতো মঙ্গলবারও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় চলতি সপ্তাহে সূচকের উত্থান অব্যাহত রয়েছে। তিনদিনে টানা উত্থানের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচকটি বেড়েছে ১৪৯ পয়েন্ট। একইসাথে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার কারণে সার্বিক লেনদেন ছাড়াল সাড়ে ৬০০ কোটি টাকা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১০৯ পয়েন্টে। যা সোমবার ৫৬ পয়েন্ট ও রোবববার ৭৬ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ চলতি সপ্তাহে বা শেষ তিন কার্যদিবসে ডিএসইক্স সূচকটি বেড়েছে ১৪৯ পয়েন্ট।

বিজ্ঞাপন

আজ ডিএসই-তে ৬৬৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৫৯৩ কোটি ৪০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭৬ কোটি ৪৬ লাখ টাকা বা ১৩ শতাংশ।

এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১০টির। অর্থাৎ শতাংশের হারে তালিকাভুক্ত ৫৪.১২ শতাংশের দর বেড়েছে। আর দর কমেছে ১০৯টির। সে হিসাবে ২৮.০৯ শতাংশের দর কমেছে। আর দর পরিবর্তন হয়নি ৬৯টির বা ১৭.৭৮ শতাংশের।

অপরদিকে অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) মঙ্গলবার ১০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৮২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৩টির, কমেছে ৫২টির এবং পরিবর্তন হয়নি ২৭টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪২৪৮ পয়েন্টে।

আগের দিন সিএসই-তে ১২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১১২ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর