Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কড়াইলবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার তারেক রহমানের

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১৬:৫৬ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৯:০১

-ছবি : সারাবাংলা

ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতি করি দেশের মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়।

তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান। আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই।

মঙ্গলবার (২০ জানুয়ারি বিকেলে মহাখালি টিএন্ডটি মাঠে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় মা-বোনদের শিক্ষার প্রসারে বিনামূল্যে নানা উদ্যোগ নিয়েছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকাকালীন দেশবাসী তার নেতৃত্বে বহু উপকার পেয়েছে।

তারেক রহমান বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার ছেলে। কিন্তু এই পরিচয়ের চেয়েও বড় পরিচয় হলো, আমি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি।” তিনি কড়াইলবাসীসহ দেশবাসীর কাছে আহ্বান জানান, সবাই যেন আল্লাহর দরবারে একসঙ্গে হাত তুলে দেশের কল্যাণ কামনা করেন।
বক্তব্যে তিনি ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, মা-বোনদের স্বাবলম্বী ও নিরাপদ চলাচলের জন্য পরিবার কার্ড চালুর উদ্যোগ নিতে চান। আল্লাহ তওফিক দিলে কৃষকদের জন্যও পরিবার কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। তারেক রহমান বলেন, “আপনারা যদি আমাদের সুযোগ দেন, আমরা এই ব্যবস্থাগুলো বাস্তবায়ন করব।”

বিজ্ঞাপন

করাইল বস্তিবাসীর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমার যেমন সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে। আমরা চাই করাইলের সন্তানরা বিদেশি ভাষায় কথা বলতে শিখুক, উন্নত চিকিৎসাসেবা পাক।” এ জন্য শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
এলাকার আবাসন সমস্যার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, সবাই যাতে থাকার সুযোগ পায়, সে জন্য ছোট ছোট ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে এই এলাকায় একটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

নিজের অতীত স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, “আমি আগে ক্যান্টনমেন্ট এলাকায় থাকতাম। সেই বাড়ি যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, তা আমি ভুলিনি।” তিনি বলেন, এসব অভিজ্ঞতা থেকেই তিনি সাধারণ মানুষের কষ্ট বোঝেন এবং করাইলবাসীর জন্য কাজ করতে চান।

তিনি স্বাধীনতা যুদ্ধ ও সাম্প্রতিক ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সবার জন্য দোয়া কামনা করেন।
শেষে তিনি করাইলবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, “আল্লাহ যদি রহম করেন এবং আপনারা দোয়া করেন, তাহলে আমরা এসব কাজ বাস্তবায়ন করতে পারব।”

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর