Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পোস্টাল ব্যালট অ্যাপ’: রাজনৈতিক দলগুলোকে ইসি’র ব্রিফ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১৮:৫৮ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ২০:৪৬

ঢাকা: ‎আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা নিশ্চিত করতে ‘পোস্টাল ব্যালট অ্যাপ’-এর মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই ব্রিফিং শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে এই ব্রিফিংয়ে উপস্থিত রয়েছেন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাসউদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

এছাড়াও প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলের কারিগরি প্রতিনিধিদল (Technical Team) এ ব্রিফিংয়ে অংশ নিয়েছেন।

‎এবারের নির্বাচনে প্রবাসী বাংলাদেশি এবং দেশের ভেতরে যারা নিজ এলাকার বাইরে পেশাগত দায়িত্ব পালন করবেন, তাদের জন্য ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে ভোটদানের সুযোগ রাখা হয়েছে। এই অ্যাপের কারিগরি দিক, নিরাপত্তা বৈশিষ্ট্য এবং কীভাবে স্বচ্ছতার সাথে ভোট গণনা করা হবে, সে বিষয়েই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।

‎ইসি সচিব তার প্রারম্ভিক বক্তব্যে জানান, নির্বাচনকে আধুনিক ও অংশগ্রহণমূলক করতেই এই উদ্যোগ। বিশেষ করে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এই প্রযুক্তি বড় ভূমিকা রাখবে। রাজনৈতিক দলগুলোর কারিগরি প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং তাদের সন্দেহ দূর করতেই এই সরাসরি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

‎উল্লেখ্য, আজ ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই মূলত পোস্টাল ব্যালটের কার্যক্রম পুরোদমে শুরু হবে। আগামী ২৫ জানুয়ারি এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশি-বিদেশি গণমাধ্যমের জন্য বড় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর