Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই ব্যাংক থেকে সাড়ে ৪ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১৯:৫৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ২০:৪৫

-ফাইল ছবি : প্রতীকী

ঢাকা: দেশের আরও দুই বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ৪ কোটি ৫০ লাখ (৪৫ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে । এসব ডলারের বিনিময় হার ও কাট-অফ রেট নির্ধারণ করা হয় প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ১২ জানুয়ারি ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ ডলার, ৮ জানুয়ারি ১৫টি ব্যাংক থেকে ২০ কোটি ৬০ লাখ ডলার এবং ৬ জানুয়ারি ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ ডলার কেনা হয়। এসব ডলারের বিনিময় হার প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা ছিল।

সর্বশেষ এ ক্রয়সহ চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ২০ জানুয়ারি পর্যন্ত) কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ৩৮৭ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার, যা ৩.৮৭ বিলিয়ন ডলারের বেশি।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জানান, মঙ্গলবার দুইটি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ৪৫ মিলিয়ন(৪ কোটি ৫০ লাখ) ডলার কেনা হয়েছে এবং বিনিময় হার ও কাট-অফ রেট—উভয়ই ছিল ১২২.৩০ টাকা।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর