Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেনে ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ২০:৩৭ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ২১:৫১

স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস – ছবি : সংগৃহীত

ঢাকা: স্পেনে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের কাছে গভীর শোক জানিয়ে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, দক্ষিণ স্পেনের কর্ডোভা শহরের কাছে আদামুজে উচ্চগতির ট্রেনের ভয়াবহ দুর্ঘটনার পর বাংলাদেশের জনগণ, সরকার এবং নিজের পক্ষ থেকে তিনি গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ, ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় মূল্যবান প্রাণহানি ঘটেছে এবং অনেক মানুষ আহত হয়েছেন, যা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।

বিজ্ঞাপন

এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং স্পেনের জনগণের পাশে বাংলাদেশের জনগণ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। চিঠিতে আরও বলা হয়, সর্বশক্তিমান আল্লাহ যেন নিহতদের আত্মার প্রতি করুণা করেন এবং তাদের পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার সাহস ও শক্তি দান করেন। পাশাপাশি এই ভয়াবহ ট্র্যাজেডিতে আহত সকলের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্যের জন্যও প্রার্থনা জানানো হয়েছে।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় স্পেনে সংঘটিত ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হন।

বিজ্ঞাপন

২১৫ আসনে নির্বাচন করবে জামায়াত
২০ জানুয়ারি ২০২৬ ২১:৩৫

পঞ্চগড়ে সড়কে প্রাণ গেল ২ নারীর
২০ জানুয়ারি ২০২৬ ২১:২২

আরো

সম্পর্কিত খবর