ঢাকা: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য টেকসই উন্নয়ন ও জলবায়ু-সম্পর্কিত আর্থিক প্রকাশের নির্দেশিকা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ জাতীয় বিভাগে আইএসএআর (আন্তর্জাতিক হিসাবরক্ষণ ও প্রতিবেদনের মান) সম্মাননা–২০২৫ অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা কর্তৃক প্রদত্ত এই আইএসএআর সম্মাননা অনুকরণীয় নীতি, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগকে স্বীকৃতি দেয়। এর মাধ্যমে কর্পোরেট রিপোর্টিং কাঠামোয় পরিবেশগত, সামাজিক ও শাসন বিবেচনার একীকরণ নিশ্চিত করে টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তথ্য প্রকাশে প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা হয়।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন থেকে আনুষ্ঠানিকভাবে ইউএনসিটিএডি -এর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করা হয়। এ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপন উপলক্ষে আজ বাংলাদেশ ব্যাংক আইএসএআর সম্মাননা–২০২৫ পুরস্কার বিজয়ী অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে মাননীয় পররাষ্ট্র সচিব আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর -এর হাতে আইএসএআর সম্মাননা–২০২৫ পুরস্কার হস্তান্তর করেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সব ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিতি টেকসই আর্থিক সুশাসন জোরদারে প্রতিষ্ঠানের সম্মিলিত প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে গভর্নর টেকসই অর্থ বিভাগের যেসব কর্মকর্তার নিষ্ঠা ও অসামান্য অবদানে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জিত হয়েছে—তাদের প্রশংসাপত্র প্রদান করেন। সম্মানিত কর্মকর্তারা হলেন: চৌধুরী লিয়াকত আলী (পরিচালক), আহমেদ জুবায়ের মাহবুব (অতিরিক্ত পরিচালক), মো. কামরুল হাসান (যুগ্ম পরিচালক) এবং আয়শা শারমিন ইসলাম আশা (যুগ্ম পরিচালক)।
এ অর্জনের মাধ্যমে টেকসই ও জলবায়ু-সংবেদনশীল আর্থিক ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রগতি আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সুদৃঢ় হলো।