Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছয় মাসে শুল্ক-কর আদায়ে ঘাটতি ৪৬ হাজার কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ২১:২০

-ফাইল ছবি

ঢাকা: প্রতিবছরের মতো শুল্ক–কর আদায়ের ঘাটতি থেকে বেরিয়ে আসতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) শুল্ক–কর আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৪৬ হাজার কোটি টাকা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রকাশিত এনবিআর-এর রাজস্ব আদায়ের হালনাগাদ চিত্রে এ তথ্য পাওয়া গেছে।

এনবিআরের হিসাব মতে, গত জুলাই–ডিসেম্বর সময়ে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৩১ হাজার ২০৫ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা।

এ সময়ে রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ৪৫ হাজার ৯৭৬ কোটি টাকার বেশি।

এনবিআর সূত্র মতে, আলোচ্য সময়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও আয়কর- এ তিন খাতের মধ্যে কোনো খাতেই লক্ষ্য অর্জন হয়নি।

বিজ্ঞাপন

আলোচ্য সময়ে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। ছয় মাসে ঘাটতি হয়েছে ২৩ হাজার ৫৩০ কোটি টাকা। এই খাতে আদায়ের লক্ষ্য ছিল ৮৫ হাজার ৪০৫ কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে ৬১ হাজার ৮৭৫ কোটি টাকা।

আমদানি খাতে ছয় মাসে ৬৫ হাজার কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ৫২ হাজার ৮৬০ কোটি টাকা। এই খাতে ঘাটতি হয়েছে ১২ হাজার ১৪০ কোটি টাকা।

গত জুলাই–ডিসেম্বরে ভ্যাট বা মূসক আদায় হয়েছে ৭০ হাজার ৪৯৩ কোটি টাকা। এ সময়ে এই খাতের লক্ষ্য ছিল ৮০ হাজার ৭৯৯ কোটি টাকা।

চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় এনবিআর-কে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকার শুল্ক-কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়। পরে তা সংশোধিত লক্ষ্যে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা করা হয়।

সারাবাংলা/এসআর