Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার ২০টি আসন থেকে মনোনয়ন প্রত্যাহার ২৭ প্রার্থীর

‎স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ২২:১৪

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

‎ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ১৬২ জন প্রার্থী হয়েছিলেন। এর মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করে ২৭ জন ভোটের মাঠ ছেড়েছেন। ফলে এখন ভোটের মাঠ রইল ১৩৫ প্রার্থী।

‎মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনভর ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পৃথকভাবে এসব জায়গায় মনোনয়ন প্রত্যাহার করেন প্রার্থীরা।

‎জানা যায়, সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, ঢাকা আঞ্চলিক রিটার্নিং অফিসারের কার্যালয় এবং ঢাকা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় মিলে মোট ২৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।

বিজ্ঞাপন

‎এদের মধ্যে আগের সোমবার ঢাকা-১৮ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন গণসংহতি আন্দোলন মনোনীত বিলকিস নাসিমা রহমান। কার্যালয়ের তথ্য প্রধানকারী কর্মকর্তা তাহজীব হাসান হৃদম এসব তথ্য দেন।

মনোনয়ন প্রত্যাহারের মধ্যে আছেন, ঢাকা-৫ আসনের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মোখলেছুর রহমান কাছেমী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. লুৎফুর রহমান, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির এস এম শাহরিয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আতিকুর রহমান নায়ু মুন্সী।

ঢাকা-৬ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) গাজী নাসির, ঢাকা-৭ আসনে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির তারেক আহম্মেদ আদেল, ঢাকা-৯ আসনে খেলাফত মজলিসের মো. ফয়েজ বখশ্ সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কবির আহমদ।

‎এছাড়া, ঢাকা-১০ আসনে খেলাফত মজলিসের আহমদ আলী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, ঢাকা-১২ আসনে বাংলাদেশ লেবার পার্টির মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, ঢাকা -১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আহসানউল্লাহ, খেলাফত মজলিসের মো. রিফাত হোসেন মালিক, ঢাকা-১৭ আসনে খেলাফত মজলিসের মো. এমদাদুল হক মনোনয়ন প্রত্যাহার করেছেন।

সেইসঙ্গে ঢাকা ১৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আশরাফুল হক, এলডিপির মফিজুল ইসলাম, খেলাফত মজলিসের সাইফ উদ্দিন আহমদ খন্দকার ও বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ নেয়ামতুল্লাহ (আমীন) মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। আর ‎ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ঢাকা ১৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরাদ হোসেন ও ঢাকা-১৫ আসনে গণফোরামের এ কে এম শফিকুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করেন।

‎ঢাকা জেলা প্রশাসক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ঢাকা-১ আসনে খেলাফত মজলিসের ফরহাদ হোসেন, ১৯ আসনে খেলাফত মজলিসের একে এম এনামুল হক, জামায়েতে ইসলামীর আফজাল হোসাইন, ঢাকা ২০ আসনে জামায়েত ইসলামীর আব্দুর রউফ মনোনয়ন প্রত্যাহার করেছেন।

‎প্রার্থিতা প্রত্যাহারের সময় পেরোনোর পর বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ পাবেন প্রার্থীরা। এর পর ২২ জানুয়ারি থেকে প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর