Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় দুই আসনে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ০৯:১৭

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় দুটি সংসদীয় আসনের ৫টি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনের ৩টি ও চুয়াডাঙ্গা-২ আসন থেকে ২টি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) চুয়াডাঙ্গা জেলা রির্টানিং কার্যালয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনের এনসিপির মোল্লা মো. ফারুক এহসান, এবি পার্টির আব্দুল্লাহ আল মামুন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসানুজ্জামান সজিব এবং চুয়াডাঙ্গা-২ আসন থেকে এবি পার্টির আলমগীর হোসেন ও বাংলাদেশ কংগ্রেসের নূর হাকিম মনোয়নপত্র প্রত্যাহার করেছেন।

ইসলামী আন্দোলনের হাসানুজ্জামান সজীব চুয়াডাঙ্গা ১ ও ২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তার মনোনয়নপত্র প্রত্যাহারের ফলে তিনি, চুয়াডাঙ্গা-২ আসন থেকে ও মাওলানা জহুরুল ইসলাম আজিজি চুয়াডাঙ্গায়-১ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর