Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মীদের আচরণবিধি লঙ্ঘনের দায় প্রার্থীকেই নিতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৫:০৫

-ছবি : সারাবাংলা

ঢাকা: নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থীর কর্মী বা সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রার্থীকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা-১৩ ও ১৫ এর রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।

‎বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা-১৩ ও ১৫ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

‎রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা
‎ঢাকা-১৫ ও ১৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। আপনার কর্মীরা যদি আচরণবিধি লঙ্ঘন করেন, তবে তার দায় আপনার ওপরই বর্তাবে। তাই প্রচারণায় নামার আগেই কর্মীদের বিধিমালা সম্পর্কে অবগত করুন।” তিনি আরও মনে করিয়ে দেন যে, নির্বাচনের সুন্দর পরিবেশ বজায় রাখা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়, এতে প্রার্থীদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

‎পুলিশের হুঁশিয়ারি
‎ঢাকা-১৩ আসনের দায়িত্বে থাকা মোহাম্মদপুর জোনের উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, “এই আসনে দায়িত্ব পালন করা চ্যালেঞ্জিং হলেও আমরা কোনো অনিয়ম বরদাশত করব না। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা চাই সবাইকে নিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে।”

‎সেনাবাহিনীর কড়া বার্তা
‎নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ২৪ ঘণ্টা মাঠে রয়েছে বলে জানান ঢাকা-১৫ আসনের দায়িত্বে থাকা মেজর নাফিসা। তিনি বলেন, “আমরা মিরপুর ইনডোর স্টেডিয়াম ক্যাম্পে অবস্থান করছি। আপনাদের অনুরোধ করব, কোনো ধরনের ‘মব’ বা জনরোষ তৈরি করবেন না এবং বিশৃঙ্খলা থেকে দূরে থাকবেন।”

‎একই সুরে ঢাকা-১৩ আসনের মেজর আবু সালেহ মো. ইয়াহিয়া বলেন, “সুন্দর ও সুষ্ঠু নির্বাচন সাধারণ মানুষের প্রত্যাশা। পরিবেশ ঠিক রাখতে প্রার্থীদের বড় ভূমিকা রয়েছে। সবাই বিধি মেনে চললে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।”

‎উল্লেখ্য, আগামীকাল ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণা উৎসব চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পিরোজপুর-১ আসনে প্রতীক বরাদ্দ
২১ জানুয়ারি ২০২৬ ১৪:৩৯

আরো

সম্পর্কিত খবর