Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জায়গা নিয়ে ঝগড়া
লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের কোলে থাকা শিশুর

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ২১:০০ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২১:০২

প্রতিবেশির লাঠির আঘাতে নিহত নুর আবদুল্লাহ। ছবি কোলাজ: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় জায়গা নিয়ে ঝগড়ার মধ্যে মায়ের কোলে থাকা তিন বছরের এক শিশুকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।

বুধবার (২১ জানুয়ারি) ‍দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর আবদুল্লাহ (৩) দক্ষিণ সোনাপাহাড় গ্রামের নুরুল আলমের ছেলে।

পুলিশ জানায়, নুরুল আলমের পরিবারের সঙ্গে তাদের প্রতিবেশি দ্বীন ইসলামের পরিবারের জায়গা নিয়ে বিরোধ আছে। বিরোধপূর্ণ ওই জায়গায় দ্বীন ইসলাম ও আরিফুল ইসলাম সম্প্রতি ঘর নির্মাণের কাজ শুরু করেন। আজ (বুধবার) বেলা ১১টার দিকে ঘরে নির্মাণকাজে বাধা দেন নুরুল আলমের স্ত্রী। এ সময় তার কোলে ছিল নুর আবদুল্লাহ।

বিজ্ঞাপন

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক সারাবাংলাকে বলেন, ‘ঘরের নির্মাণকাজে বাধা দিলে নুরুল আলমের স্ত্রীর সঙ্গে দুই ভাই দ্বীন ও আরিফুলের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে মায়ের কোলে থাকা শিশুটিকে দ্বীন ইসলাম লাঠি দিয়ে মাথায় আঘাত করে বলে আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তেও শিশুটিকে হত্যার সত্যতা পাওয়া গেছে। আহত অবস্থায় শিশুটিকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুপুরে তার মৃত্যু হয়।’

ওসি জানান, ঘটনার পর দ্বীন ইসলাম ও আরিফুল ইসলাম পালিয়ে গেছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পরিবারের তিন সদস্যকে থানায় নেওয়া হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর