Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানের আগেই এলপিজি সংকট কাটবে, জ্বালানি উপদেষ্টার আশাবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ২১:০৫

-ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী রমজানের আগেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকট কাটবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, যারা এলপিজি আমদানি করেন, গতকাল (মঙ্গলবার) আমরা সবার সঙ্গে বসেছিলাম। সমস্যার কারণ হিসেবে তারা জানিয়েছেন যে, আগে ইরান থেকে এলপিজি আসতো। তারাই এই অঞ্চলে এলপিজি আনে। সেখানে এখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে। এবার তারা নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য ইরানি এলপিজি বহন করা জাহাজগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এজন্যই সমস্যাটা হয়েছে। এখন তারা (আমদানিকারক) বিকল্প উৎস থেকে আনছে।

বিজ্ঞাপন

এলজিপি বিক্রেতাদের রসিদ না দেওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মোবাইল কোর্ট পরিচালনা করে আমরা চেষ্টা করছি এটি যতটা কমানো যায়। আমাদের সামর্থের মধ্যে যতটা করা সম্ভব সব চেষ্টা করা হচ্ছে, গ্রাহক যাতে এলপিজি কম দামে পায়।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটাতে মূল সমস্যা হয়ে গেছে, আমরা যেটা স্বীকার করবো। এলপিজি যেহেতু বেসরকারি খাতে, এখানে সরকারি কোনো নিয়ন্ত্রণ নাই। বিইআরসির (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) মাধ্যমে এটার মূল্য সমন্বয় হয়।

এলপিজি আমদানিতে আগে কোনো তদারকি ব্যবস্থা ছিল না- জানিয়ে উপদেষ্টা বলেন, এখন চিন্তা করছি, বিইআরসি ও জ্বালানি বিভাগের মধ্যে একটা ব্যবস্থা তৈরি করছি, যাতে করে আগাম বুঝতে পারি (অবস্থার পরিপ্রেক্ষিতে কতটুকু আমদানি করতে হবে)।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর