Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতে তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ২১:২৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২১:২৯

হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: সিলেট হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৯ টার দিকে তিনি মাজারে পৌঁছান। তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমানও সঙ্গে আছেন।

এর আগে, রাত ৮টার কিছু পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন।

বিএনপি চেয়ারম্যান রাত ৯টা ৫মিনিটে হযরত শাহজালাল (রা.) মাজার জিয়ারত শেষে নফল নামাজ আদায় করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর