Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্রোহী ৫৯ প্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ২১:৩০

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া ৫৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার (২১ জানুয়ারি) রাতে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-এর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপি নেদাতের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে, একই কারণে ১১ জনকে বহিষ্কার করেছিল দলটি। পরে দুজন মনোনয়নপত্র তুলে নিলে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর