ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, সেগুলোতে জরুরি ভিত্তিতে আলোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে বিদ্যুৎহীন ৩২৫টি কেন্দ্রে বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎ বা জেনারেটর ব্যবহার করা হবে কি না, সে বিষয়ে দ্রুত তথ্য চেয়েছে কমিশন।
বুধবার (২১ জানুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
ইসির চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য নির্ধারিত কেন্দ্রগুলোর মধ্যে এখন পর্যন্ত ৩২৫টি কেন্দ্রে কোনো বিদ্যুৎ সংযোগ নেই।
এসব কেন্দ্রে বিদ্যুৎ পৌঁছে দিতে ইতিপূর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দেওয়া হয়েছিল। সেই নির্দেশনার আলোকে কতটি কেন্দ্রে নতুন সংযোগ দেওয়া সম্ভব হয়েছে এবং কতটি কেন্দ্র এখনো বিদ্যুৎহীন রয়েছে, তার সঠিক পরিসংখ্যান জানতে চেয়েছে ইসি।
কমিশন জানিয়েছে, যেসব কেন্দ্রে স্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব নয়, সেখানে ভোটগ্রহণের দিন পর্যাপ্ত আলোর জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয়েছে:
বিদ্যুৎহীন কেন্দ্রগুলোতে সৌরবিদ্যুৎ ( সোলার) বা জেনারেটর ব্যবহার করা হবে কি না?
যদি সৌরবিদ্যুৎ বা জেনারেটরের ব্যবস্থা করা না যায়, তবে বিকল্প অন্য কী উপায়ে আলোর সংস্থান করা হবে?
ইসি সূত্রে জানা গেছে, ভোট গণনা এবং সন্ধ্যার পরবর্তী কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকা আবশ্যক। এই লক্ষ্যে রিটার্নিং কর্মকর্তাদের দ্রুত সমন্বয় করে বিকল্প ব্যবস্থার তথ্য কমিশনকে অবহিত করতে বলা হয়েছে।