ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ধারাবাহিকতায় পিরোজপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মো. রুহুল আমীন দুলাল এবং ঢাকা-১০ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী সৈয়দ বেলায়েত হোসেন বেলালকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এই নির্দেশনা পাঠানো হয়।
পিরোজপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. রুহুল আমীন দুলাল এবং ঢাকা-১০ আসনের জেএসডি প্রার্থী সৈয়দ বেলায়েত হোসেন বেলাল তাদের জীবনের নিরাপত্তা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আবেদন করেছিলেন। প্রার্থীদের আবেদনের গুরুত্ব বিবেচনা করে কমিশন দ্রুততম সময়ের মধ্যে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানায়।
এদিকে আজ থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা এখন মাঠে। এবার বিপুল সংখ্যক প্রার্থী ও বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনি মাঠে থাকায় কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে কমিশন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিশেষ করে যেসব প্রার্থী নিরাপত্তা ঝুঁকি অনুভব করছেন, তাদের আবেদনের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।