Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন ও গণভোটের প্রচারণায় টাঙ্গাইলে ‘ভোটের রিকসা’ কার্যক্রম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৮:৫১ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৮:৫৬

‘ভোটের রিকশা’ প্রচার কার্যক্রমের উদ্বোধন।

টাঙ্গাইল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে টাঙ্গাইলে ‘ভোটের রিকশা’ প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে জেলা তথ্য অফিস কার্যালের সামনে ‘ভোটের রিকশা’ প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত।

এ সময় জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে গণযোগাযোগ অধিদফতরের সহযোগিতায় ভোটের রিকশার প্রচার কার্যক্রম চালু করেছে।

বিজ্ঞাপন

তিনি জানান, আজ থেকে জেলার ১২টি উপজেলায় ১২০টি ইউনিয়নের গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সচেতনামূলক ও উদ্বুদ্ধকরন বিভিন্ন প্রচার কার্যক্রম ভোটের রিকশা কার্যক্রম ছড়িয়ে পড়বে। যাতে করে সাধারণ ভোটাররা গণভোটে ‘হ্যাঁ’-তে ভোট দিলে জনগণ কি সুবিধা পাবে এবং ‘না’-তে ভোট দিলে কি থেকে বঞ্চিত হবে এ সব বিষয় প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সঠিকভাবে জানানো হবে। এই ভোটের রিকশা প্রচার কার্যক্রম আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।

অনুষ্ঠানে এ সময় জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাবাসসুম সুলতানাসহ তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন


২২ জানুয়ারি ২০২৬ ১৮:৫৩

আরো

সম্পর্কিত খবর