Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ভোট উপলক্ষ্যে মাঠ পর্যায়ে ৮ লাখ কর্মকর্তার প্রশিক্ষণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৯:১১ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ২০:১৫

-ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠ পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তাদের ব্যাপকভিত্তিক প্রশিক্ষণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রম আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

‎নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

‎প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৮ লাখ কর্মকর্তা
‎ইসি সূত্রে জানা গেছে, সারাদেশে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে এবার প্রায় ৮ লাখের বেশি ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই বিশাল কর্মীবাহিনীর মধ্যে রয়েছেন:

‎* প্রতি কেন্দ্রের জন্য একজন প্রিজাইডিং কর্মকর্তা।

‎* প্রতিটি ভোটকক্ষের জন্য একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা।

‎* প্রতি ভোটকক্ষের জন্য দুজন পোলিং কর্মকর্তা।

‎নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, বৃহস্পতিবার থেকে সারাদেশে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই প্রশিক্ষণ শুরু হয়েছে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিরতিহীনভাবে এই কর্মসূচি চলবে। ভোটগ্রহণের কারিগরি ও আইনি বিষয়গুলো কর্মকর্তাদের আয়ত্তে আনতেই এই নিবিড় প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

‎জাতীয় নির্বাচনের এই বিশাল কর্মযজ্ঞের প্রস্তুতি হিসেবে ইসি ইতোমধ্যেই উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছে। এর আগে, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিশেষ ব্রিফিং ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

‎মাঠ পর্যায়ের এই প্রশিক্ষণ শেষ হওয়ার পরপরই কর্মকর্তারা ভোটগ্রহণের মূল দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হবেন বলে জানিয়েছে ইসি সচিবালয়।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

৮ ইউএনও’র বদলি আদেশ বাতিল
২২ জানুয়ারি ২০২৬ ২০:০৫

আরো

সম্পর্কিত খবর