রাজবাড়ী: রাত পেরোলেই সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা। বাণী অর্চনার আরাধ্য দিয়ে জ্ঞানের আলো ছড়াতে শুক্রবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। প্রতি বছরই সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবীর এই পূজা মন্দির, বাসা-বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে মহা ধুমধামে উদযাপন করা হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে শহরের বিনোদপুর বিবেকানন্দ পল্লীর শিব মন্দিরে গিয়ে দেখা গেছে প্রতিমা কারিগরেরা সরস্বতী প্রতিমা তৈরি করে রেখেছে। বিভিন্ন স্কুল-কলেজ, মন্দির, বাসা-বাড়ির লোকেরা এসেছে প্রতিমা নিতে। এখানে প্রতিমা আকার ভেদে ৮০০ টাকা থেকে ৪০০০ টাকায় বিক্রি হচ্ছে। আবার শহরের পালপট্টিতেও বিক্রি হচ্ছে প্রতিমা। সেখানে ৪০০ টাকা থেকে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে।
শহরের পাল পট্টিতে গিয়ে দেখা যায়, প্রতিমার দামের বিষয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। প্রতিমা কিনতে আসা ক্রেতা অন্তর রায় বলেন, ‘এবার কিছু প্রতিমার দাম একটু বেশি মনে হলেও কাজের মান ভালো। বাচ্চাদের পড়া-শোনার শুরুটা ভালো হোক এই আশায় সরস্বতী পূজা করি, তাই সাধ্যের মধ্যে ভালো একটি প্রতিমাই কিনেছি।’
প্রতিমা কারিগর ও বিক্রেতা অধির পাল ও বাবলু পাল বলেন, ‘মাটি, রং, খড়সহ সব উপকরণের দাম বেড়ে যাওয়ায় এবার প্রতিমা বানাতে খরচ বেশি পড়েছে। তাই আগের তুলনায় দাম কিছুটা বাড়াতে হয়েছে। তারপরও ভালো বিক্রি হচ্ছে, আশা করছি এবছর ক্ষতি হবে না।’
উল্লেখ্য, সনাতন ধর্মমতে দেবী দুর্গার মেয়ে সরস্বতী। আর বিদ্যার দেবী হিসেবে সরস্বতী এই ধর্মাবলম্বীদের কাছে বিশেষভাবে আরাধ্য। তাই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে জ্ঞানের দেবী আসেন ধরায়। এই দিনে জ্ঞান বৃদ্ধির আশায় উপবাসে থেকে দেবীর নামে অঞ্জলী দিয়ে বিশেষ প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।