Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ২০:০৯

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার দিঘীরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে।

খবর পেয়ে দিঘীরপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকা শান্ত রয়েছে বলে জানিয়েছে টঙ্গীবাড়ি থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে দিঘীরপাড় বাজার থেকে ধানের শীষের নির্বাচনি প্রচার নিয়ে একটি মিছিল কামারখাড়া বাজারে গেলে সেখানে স্থানীয় বিএনপি নেতা অলিউল্লাহ খান গ্রুপ ও জেলা বিএনপির সদস্য শামীম মোল্লা গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
প্রথম দফার সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও দুপুর সোয়া ১টার দিকে দিঘীরপাড় বাজার বাসস্ট্যান্ড এলাকায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দ্বিতীয় দফায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র প্রদর্শনের অভিযোগও উঠেছে। এতে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় জেলা বিএনপির সদস্য শামীম মোল্লা বলেন, ‘তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমরা ধানের শীষের মিছিল নিয়ে যাচ্ছিলাম। তারা আগে থেকেই উসকানি দিচ্ছিল।’

তবে এ বিষয়ে অপর গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, ‘সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

৮ ইউএনও’র বদলি আদেশ বাতিল
২২ জানুয়ারি ২০২৬ ২০:০৫

আরো

সম্পর্কিত খবর