Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এয়ার প্রিমিয়ার ‘ফ্রি টিকিট’ ক্যাম্পেইন, লটারিতে ৬ ‘ফ্রি টিকিট’

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ২১:০৩

-ছবি : সংগৃহীত

‎ঢাকা: ‎ঈদুল ফিতরকে সামনে রেখে কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানগামী শিক্ষার্থী ও যাত্রীদের জন্য ‘ফ্রি টিকিট’ ক্যাম্পেইন চালু করেছে এয়ার প্রিমিয়া। ছয় ক্যাটারির যাত্রীদের মধ্যে ৬ জন আগামী মার্চে ফ্রি টিকিট জিততে পারবেন।

‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎সংবাদ ‎বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছয় ক্যাটেগরির ছয় যাত্রী এই সুযোগ পাবেন। এসব ক্যাটেগরির মধ্যে রয়েছে কোরিয়ায় ইপিএস কর্মী একজন, কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানগামী তিন শিক্ষার্থী, নতুন ফ্যামিলি ভিসায় কোরিয়াগামী একজন এবং কোরিয়ায় পার্মানেন্ট রেসিডেন্ট (এফ-৫) ভিসাধারীদের মধ্যে একজন।

‎ফ্রি টিকিট পেতে যাত্রীদের এয়ার প্রিমিয়ার টিকিট কেবি এভিয়েশন-এর নির্ধারিত চ্যানেলের মাধ্যমে কিনতে হবে জানুয়ারি-মার্চ মাসের মধ্যে। মার্চে লটারির মাধ্যমে ছয়জন যাত্রী এই ফ্রি টিকিট সুবিধা পাবেন। এতে তাদের সবাইকে টিকিটের টাকা নির্ধারিত চ্যানেলে ৩০ কর্মদিবসের মধ্যে রিফান্ড করা হবে।

‎কেবি এভিয়েশনের চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, ‘‘ঈদের আমেজকে বাড়িয়ে দিতে আমরা তার আগেই যাত্রীদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করছি। তারই অংশ হিসেবে কেবি এভিয়েশন বাংলাদেশী শিক্ষার্থী ও অভিবাসীদের জন্য এমন ‘ফ্রি টিকিট ক্যাম্পেইন’ চালু করেছে।’’

‎বাংলাদেশি যাত্রীদের জন্য বিশ্বের প্রধান গন্তব্যগুলোতে কোরিয়ার ইনচন হয়ে দ্রুত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি প্রদান করছে এয়ার প্রিমিয়া। এখন থেকে বাংলাদেশি যাত্রীরা জাপানের নারিতা, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, সান ফ্যান্সিসকো এবং ওয়াশিংটন ডিসিতে সহজেই যাতায়াত করতে পারছেন।

‎এয়ার প্রিমিয়া সরাসরি ইনচন-ঢাকা–ইনচন রুটে সবচেয়ে কম সময়ে ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা থেকে ইনচন ৫ ঘণ্টা এবং ইনচন থেকে ঢাকা ফেরত ফ্লাইট সময় প্রায় ৬ ঘণ্টা। এছাড়াও যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস যেতে ১৮ ঘণ্টা সময় লাগছে।

‎কেবি এভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক রানা বলেন, ‘ঢাকা-ইনচন বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন একটি দ্রুত ও সাশ্রয়ী রুট। যুক্তরাষ্ট্র-জাপান ও কোরিয়াগামীদের জন্য এই রুট বিকল্প সমাধান হতে যাচ্ছে।’

‎যুক্তরাষ্ট্রের যেকোনো ভিসাধারী যাত্রীরা কোরিয়ায় সর্বোচ্চ ৩ দিন ভিসা ছাড়াই অবস্থান করতে পারবেন, যা যাত্রীদের ট্রানজিটের সময় অতিরিক্ত ভ্রমণ সুবিধা যোগ করবে। কোরিয়া থেকে জাপান ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রুটে এয়ার প্রিমিয়ার প্রতিদিন অন্তত ছয়টি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে, ফলে যাত্রীরা দ্রুত ও ঝামেলাহীন সংযোগ সুবিধা পাচ্ছেন।

‎এয়ার প্রিমিয়ার সকল ফ্লাইট ড্রিমলাইনার দ্বারা পরিচালিত। ৩০৯টি ইকোনমি ক্লাস ও ৩৫টি প্রিমিয়াম ক্লাসসহ মোট ৩৪৪টি আসন বিশিষ্ট ওয়াইড বডি ইনচন-ঢাকা রুটে চলমান আছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আসনভিত্তিক ভোটার সংখ্যা প্রকাশ
২২ জানুয়ারি ২০২৬ ২০:২৩

৮ ইউএনও’র বদলি আদেশ বাতিল
২২ জানুয়ারি ২০২৬ ২০:০৫

আরো

সম্পর্কিত খবর