Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমোহনে বাসচাপায় শ্যালক-দুলাভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ২২:৪৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ০০:৩৮

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

ভোলা: জেলার লালমোহন উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে দু’জন শ্যালক-দুলাভাই।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার আবুল কালাম মাতাব্বর (৪৫) এবং মো. অলি উল্যাহ ডুবাই (৫৮)।

জানা গেছে, সন্ধ্যার দিকে গজারিয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে কর্তারহাট এলাকায় মাহফিল শুনতে রওনা দেন আবুল কালাম মাতাব্বর ও অলি উল্যাহ ডুবাই। পথে মোটরসাইকেল নিয়ে ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা ভোলাগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। এ ঘটনায় বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

বিজ্ঞাপন

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নেভানোর পর বাসটি থানায় আনা হয়েছে।’

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর