Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
বাংলাদেশকে নিষিদ্ধ করবে আইসিসি?

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৬ ০৭:৫৪

নিষেধাজ্ঞার দ্বারপ্রান্তে বাংলাদেশের ক্রিকেট

শুরুটা হয়েছিল মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায়। শেষ পর্যন্ত এই ইস্যু গড়িয়েছে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ বয়কট পর্যন্ত। বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দল। এই চূড়ান্ত সিদ্ধান্তের পরপরই জেগেছে নতুন শঙ্কা। ‘রাজনৈতিক হস্তক্ষেপের’ অভিযোগে কি বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করতে যাচ্ছে আইসিসি?

আইসিসির নিয়ম বলছে, কোন দেশের ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে যদি সেই দেশের সরকার হস্তক্ষেপ করে, তাহলে সেই দেশকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করতে পারে আইসিসি। এর আগেও জিম্বাবুয়েসহ বেশ কয়েকটি দেশকে স্বল্প ও দীর্ঘ সময়ের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল আইসিসি।

বিজ্ঞাপন

মোস্তাফিজ ইস্যুতে শুরু থেকেই সোচ্চার বিসিবি ও বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। তারা বারবারই বলেছেন, ভারতে খেলতে যাওয়ার মতো পর্যাপ্ত নিরাপত্তা নেই। শ্রীলংকায় নিজেদের ম্যাচগুলো সরিয়ে না নিলে বিশ্বকাপে খেলা সম্ভব হয়ে উঠবে না।

বাংলাদেশ যে বিশ্বকাপে অংশ নেবে না, সেটার চূড়ান্ত ঘোষণাও এসেছে সরকারের ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকেই। আর এতেই জেগেছে আশংকা।

আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার রিচার্ড ক্যাটেলবরো টুইট করেছেন, আইসিসি বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের ইস্যু আরও গভীরভাবে পর্যবেক্ষণ করতে যাচ্ছে। যদি এই তদন্তে প্রমাণিত হয় যে, রাজনৈতিক হস্তক্ষেপেই বয়কটের মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাহলে বাংলাদেশকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করতে পারে আইসিসি। শুধু ক্যাটেলবরোই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ক্রিকেট বিশ্লেষকরাও ঠিক এই আশংকাই করছেন।

শেষ পর্যন্ত বাংলাদেশকে বড় কোন নিষেধাজ্ঞা দেবে কিনা আইসিসি, সেটার জন্য অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর