Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিবাদের সহযোগীদেরই ‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে অবস্থান: উপদেষ্টা আদিলুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ১২:১৯ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৫:২৩

উপদেষ্টা আদিলুর রহমান খান।

রংপুর: গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি ও ফ্যাসিবাদের সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে অবস্থান নিতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহিদদের আত্মত্যাগের মাধ্যমে গড়ে ওঠা জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। যারা ফ্যাসিবাদের সহযোগী, গণ-মানুষের প্রতিপক্ষ তাদের গণভোট নিয়ে অন্য চিন্তা রয়েছে। দেশের জনগণ ও জনতার জোয়ার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। জুলাই গণঅভ্যুত্থান দেশকে মুক্ত করেছে। জুলাইয়ে যারা শহিদ হয়েছে তাদের আত্মত্যাগ আমরা জানি। জুলাইয়ে তাদের সাথে আমরা রাজপথে ছিলাম। হাজার হাজার মানুষ আহত হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ সরকার এসেছে। তাই এ সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সেজন্য গণভোটে ‘হ্যাঁ’ হোক এটা আমরা চাই।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘একটি জাতির জীবনে শত বছরে এমন সুযোগ আসে না। একই সাথে সাধারণ নির্বাচন হচ্ছে। আমরা আশা করছি নির্বাচন যেন সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর হয়। রংপুরের প্রশাসনের সাথে আমি কথা বলব। দেশে ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্য যারা জীবন দিয়েছে, তাদের এই চেতনাকে সামনে রেখে জুলাই সনদ তৈরি হয়েছে। তাই জুলাই সনদের পক্ষে গণভোট।’

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর