রাজবাড়ী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য অ্যাডভোকেট মো. নূরুল ইসলামে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে শহরের আজাদী ময়দান থেকে মিছিলটি বের হয়। মিছিলটি রাজবাড়ী বড় বাজার ঘুরে রেলগেট হয়ে বড়পুল এলাকা প্রদক্ষিণ করে আবার আজাদী ময়দানে এসে শেষ হয়।
মিছিল শেষে বক্তব্য রাখেন ১০ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম, সাবেক জেলা আমীর ও শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি মো. আক্তারুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ আহম্মেদ, ১০ দলীয় জোটের শরীক যুব মজলিসের জেলা শাখার সভাপতি মুফতি ওয়াহিদুল ইসলাম বক্তব্য দেন।
রাজবাড়ী-১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। দেশের পরিবর্তনের জন্য ও সংস্কারের জন্য নির্বাচনটা ঐতিহাসিক হতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশে ইনসাফ কায়েম হবে।সুদ, ঘুষ,দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গড়ে তোলা হবে। রাজবাড়ী-১ আসনের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কৃষিতে উন্নয়ন করা হবে। তাই এই নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দশ দলীয় জোটকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
এর আগে সকালে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আব্দুল গণির কবর জিয়ারতের মাধ্যমে তিনি তার নির্বাচনি প্রচারণা কার্যক্রমের সূচনা করেন।