Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে সেনাবাহিনী পরিচয়ে চাঁদাবাজিকালে ভুয়া সাংবাদিক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ১৫:১৪

গ্রেফতার মো. আরিফ শেখ।

ফরিদপুর: ফরিদপুরে সেনাবাহিনী ও সাংবাদিকের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের গোয়ালচামট এলাকার কিষাণহাটে সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজি করার সময় মো. আরিফ শেখ (৩৯) নামে এক নামধারী সাংবাদিককে হাতেনাতে আটক করে সেনাবাহিনী।

ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং কোতয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পরে তাকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হলে বিশেষ আইনে প্রতারণামূলক মামলায় গ্রেফতার দেখানো হয়।

বিজ্ঞাপন

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কিষাণহাট (দিন মুজুরের হাট) এলাকায় ওই ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে দৈনিক ঘোষণা পত্রিকার সাংবাদিক বলে দাবি করলেও পরবর্তীতে ভুয়া পরিচয়ে সাধারণ জনগণকে হয়রানি ও প্রতারণার বিষয়টি স্বীকার করে।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, গ্রেফতাররা কোনো নির্দিষ্ট সংগঠনের ব্যানারে না থেকে নিজেদের সুবিধামতো কখনো সাংবাদিক, আবার কখনো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয় ব্যবহার করতো। এসব ভুয়া পরিচয়ের আড়ালে তারা বিভিন্ন সময় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি চালিয়ে আসছিল।

ফরিদপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ‘গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর