Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটা-কলাপাড়া সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ১৬:৩৭

পটুয়াখালী: কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হলদিবাড়িয়া এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুয়াকাটা লতাচাপলী ইউনিয়নের দফাদার শাহজালাল চৌকিদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহজালাল চৌকিদার কুয়াকাটা থেকে মোটরসাইকেলযোগে ভাগনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কলাপাড়া যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা হানিফ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ বাসের নিচে পড়ে যান।

স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযুক্ত কাউকে এখনো আটক করা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর