Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে রিহ্যাবে থাকা যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ১৭:১১

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় আলোর দিশা মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে রাজ্জাক মাতুব্বর (৪০) নামের এক যুবককে কেন্দ্রের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। এ ঘটনার পর কেন্দ্রের মালিক মিজানুর রহমানসহ সেখানে কর্মরত লোকজন সকলে পালিয়ে গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০ দশটার সময় ভাঙ্গা উপজেলার পৌরসদর নওপাড়া গ্রামের আলোর দিশা মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া গ্রামের মৃত ছামাদ মাতুব্বরের ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময়ে সেখানে ভর্তি হওয়া রোগীরা বের হতে জানালা দরজাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

বিজ্ঞাপন

রোগীর স্বজনরা জানায়, ছেলেটা নেশাতে আশক্তি থাকায় মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। শুক্রবার সকাল ৯টার দিকে সংবাদ দেয় রাজ্জাক অসুস্থ্য। সংবাদ পেয়ে ভাঙ্গা হাসপাতালে এসে রাজ্জাকের লাশ দেখতে পায় স্বজনরা।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মো. সাইফুল ইসলাম বলেন, ‘এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এমন সংবাদ পেয়ে পুলিশ ভাঙ্গা হাসপাতাল থেকে যুবকের লাশ উদ্ধার করি। নিহতের শরীরে বেশ কিছু জখমের চিহ্ন রয়েছে এবং নাক কান দিয়ে রক্ত বের হচ্ছে। লাশের ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর