Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ১৭:৩২

প্রতীকী ছবি।

নেত্রকোনা: জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুর গ্রামে পৈতৃক জমি নিয়ে বিরোধে মো. মোশাররফ হোসেন (৪৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মোশাররফ ওই গ্ৰামের জুলমত আলীর ছেলে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার নাজিরপুর গ্ৰামে মোশাররফ হোসেন শুক্রবার সকাল ৮টার দিকে পৈতৃক জমি মাপার জন্য তার ছোট ভাই মো. মোজাম্মেল হোসেনসহ এলাকার লোকজন নিয়ে যান। জমি মাপার সময় হিসেবে গরমিল হলে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মোজাম্মেল হোসেন মোশাররফ হোসেনকে সজোরে ধাক্কা দিলে মাটিতে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত লোকজন তাকে স্থানীয় দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরেই মোশাররফ হোসেন ও মোজাম্মেল হোসেনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান জানান, নিহতের মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত কেউ লিখিত আবেদন করেননি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর