Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্র পুনর্গঠনে জনগণের প্রতিনিধি নির্বাচনের আহ্বান তারেক রহমানের

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ২০:২৩ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ২২:০৩

ভাষানটেকের জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছে, এবার সময় দেশ গঠনের।

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী শাসনের কারণে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, সেগুলো পুনর্গঠনের একমাত্র পথ হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের প্রতিনিধি নির্বাচন করা।’ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৭ আসনের ভাষানটেকে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘অতীতে জনগণের ভোটাধিকার না থাকায় মানুষ তাদের সমস্যা নিয়ে জনপ্রতিনিধিদের কাছে যেতে পারেনি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন এমন জনপ্রতিনিধি, যারা জনগণের কাছে যাবেন, তাদের কথা শুনবেন এবং সমস্যার সমাধান করবেন।’

বিজ্ঞাপন

ভবিষ্যতে জনপ্রতিনিধিদের জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি দেখতে চান তারেক রহমান।

বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ‘কৃষকদের জন্য বিশেষ কার্ড চালু করা হবে, সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে এবং কৃষি খাতকে আধুনিক ও টেকসই করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি যুবকদের প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে দেশ-বিদেশে কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করা হবে।’

নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষমতায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণের কথাও জানান তারেক রহমান। একই সঙ্গে বস্তিবাসীদের পুনর্বাসন ও জীবনমান উন্নয়নে বিএনপি কাজ করবে বলে আশ্বাস দেন তিনি।

জনসভায় ‘করব কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই শপথ গ্রহণের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘ধানের শীষকে যতবার জনগণ নির্বাচিত করেছে, ততবারই দেশের উন্নয়ন হয়েছে। উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য সারাদেশে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান এবং আত্মীয়-স্বজনসহ সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেন।

বক্তব্যের আগে তারেক রহমান ভাষানটেক এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। তিনি ভ্যানচালক, গৃহিণী, বস্তিবাসী ও শিক্ষার্থীদের কাছ থেকে সরাসরি এলাকার সমস্যা শোনেন এবং নির্বাচিত হলে ও ক্ষমতায় গেলে সেসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর